নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার মদন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও ভূমি কর্মকর্তা রেজোয়ান ইফতেকারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঝাড়ু মিছিল করেছে বিএনপি’র নেতৃবৃন্দরা।
২ ডিসেম্বর রোজ সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের দলীয় কার্যালয়ের সামনে থেকে ঝাড়ু মিছিল বের করে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ করেন।
তবে ভারপ্রাপ্ত ইউএনওর দাবি উপজেলা বিএনপির সভাপতি সম্পাদকসহ কিছু নেতৃবৃন্দ মদন পৌরসভার ওএমএস এর ডিলার নিয়োগে তিনটি অনৈতিকভাবে দাবী করেন। তাদের অনৈতিক দাবি পূরণ না করায় তার বিরুদ্ধে এই ঝাড়ু মিছিল করেছে।