মোঃ মিলন সরকার ( কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ) গাজীপুরের শ্রীপুরে বাঁশবাড়ি গ্রামে আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন ও তার ভাই স্কুলশিক্ষক আব্দুল হালিমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মুখে কাপড় গুঁজে ও হাত-পা বেঁধে স্বর্ণালংকার ও টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট-পাট করে ডাকাত দল।
মঙ্গলবার ৩ ডিসেম্বর ভোরের দিকে শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। প্রথমে গাজীপুর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের বাড়িতে মুখোশধারী দূর্ধর্ষ একদল ডাকাত ঘরে প্রবেশ করে।
ভুক্তভোগী জয়নাল আবেদীন বলেন, আনুমনিক ফজরের দিকে আমার হটাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায় । কাঠের দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে ১২/ ১৩ জনের ডাকাত দল। পরে আরও দু’টি দরজা ভেঙে ফেলে। বিষয়টি টের পেয়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে পিছনের দরজা দিয়ে বাইরে চলে যাই। তারা ঘর থেকে স্বর্ণালংকার ও টাকা পয়সা মালামাল নিয়ে চ়লে যায়।
ভুক্তভোগী জয়নাল আবেদীন আরও বলেন, পরে আমার ছোট ভাই বাঁশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম তার বাড়িতে ঢুকে ডাকাত দল। স্কুলশিক্ষক আব্দুল হালিম বলেন, দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারে সবাইকে অস্ত্রের মুখে রেখে সবার মুখে কাপড় গুঁজে ও হাত-পা বেঁধে লুট-পাট শুরু করে। এই সময় ঘরে থাকা স্বর্ণালংকার, টাকা, মোবাইল ও ঘরের অনেক মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী স্কুল শিক্ষক আব্দুল হালিম বলেন, মুখোশপরা আনুমানিক ১২-১৩ জনের ডাকাত দল ছিলো প্রতিটা ডাকাত দলের হাতেই ছিল দেশি ধারালো অস্ত্র। তবে আমাদের কারো ওপর হামলা বা কারো কোন ক্ষতি করেনি।
গাজীপুর শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, ঘটনাটি ডাকাতি কিনা সেটা আমরা তদন্ত করে দেখছি। তবে রাজনৈতিক কারণ বলে ধারণা করছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে আমরা সুষ্ঠ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।