বিউটি ভূঁইয়া( লালমোহন স্থানীয় প্রতিনিধি): ভোলায় বিশেষ পদ্ধতিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।বর্ষা কিংবা শীত মৌসুমে মাটির ঘর ভিজা বা সেঁতসেঁতে থাকার কারনে ছাগলের আবাসস্থলে থাকা নিরাপদ না তাই বিশেষ পদ্ধতিতে মাঁচা তৈরি করে ছাগলের আবাসস্থল কি ভাবে করা যায় তার উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।প্রশিক্ষণের আয়োজন করেছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন। এ প্রশিক্ষণ কর্মসূচিতে ভোলার স্থানীয় খামারিদের মাঁচা পদ্ধতিতে ছাগল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো: রফিকুল ইসলাম।আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ আনিছুর রহমান টিপু,প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন সি.এম.এ আল ফাইজুল নূরন্নবী এবং ফিশারিজ ঐশী মজুমদার প্রমুখ।