মোছাদ্দেক সৈকত (গংগাচড়া উপজেলা প্রতিনিধি)
বাংলাদেশ জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলা শাখার উদ্যোগে আজ এক বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। কারা নির্যাতিতদের সংবর্ধনা এবং প্রাক্তনদের মিলনমেলা উপলক্ষে এই অনুষ্ঠানে দলীয় আদর্শ ও সংগ্রামের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা এনামুল হক, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখা। তিনি বলেন, “আমাদের আদর্শিক সংগ্রামের প্রত্যেকটি মুহূর্ত গর্বের। কারা নির্যাতিতদের অবদান আমাদের জন্য চিরস্মরণীয়।”
বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক রায়হান সিরাজি, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর। তিনি বলেন, “আজকের আয়োজন আমাদের ঐক্যের প্রতীক এবং সংগ্রামী মনোভাব জাগ্রত করার অনুপ্রেরণা।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গংগাচড়া উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামান নায়েব। তিনি তার বক্তব্যে বলেন, “যারা কঠিন সময় পার করে এসেছেন, তারা আমাদের জন্য প্রেরণার উৎস। তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো আমাদের নৈতিক দায়িত্ব।”
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জনাব শাহজালাল সিরাজ, সাবেক স্কুলও কলেজ কার্যক্রম সম্পাদক রংপুর জেলা শাখা ইসলামী ছাত্র শিবির। তিনি বলেন এক নিষ্ঠুতার সাথে কাজ করে রংপুরে এক আসনে বাংলাদেশ জামাতে ইসলামকে বিজয় করে বিজয়ের হাসি হাসতে চাই।
অনুষ্ঠান শেষে কারা নির্যাতিতদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এই সংবর্ধনা তাদের ত্যাগের প্রতি সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে আয়োজকরা উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন ও বর্তমান সদস্যরা একত্রিত হয়ে স্মৃতিচারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। আয়োজনটি এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে, যা উপস্থিত সকলের মনে গভীর প্রভাব ফেলে।