মোছাদ্দেক সৈকত (গঙ্গাচড়া উপজেলা প্রতিনিধি): আজ, ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবসে গংগাচড়া উপজেলার মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে উপজেলার বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন গংগাচড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহোদয়, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তাদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, “মুক্তিযোদ্ধারা আমাদের জাতির গর্ব। তাদের ত্যাগ ও সাহসিকতার কারণেই আমরা স্বাধীন দেশ পেয়েছি। আজকের এই দিন তাদের প্রতি আমাদের সম্মান জানানোর একটি ছোট্ট প্রচেষ্টা।”
এরপর প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় দুটি দলের মধ্যকার খেলাটি ছিল রোমাঞ্চকর। দর্শকদের উচ্ছ্বাস এবং খেলোয়াড়দের পারফরম্যান্স পুরো মাঠকে প্রাণবন্ত করে তোলে।
আয়োজকরা জানান, “মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ নতুন প্রজন্মকে উৎসাহিত করতে এবং ক্রীড়া সংস্কৃতিকে আরও বেগবান করতে এই ধরনের আয়োজনের গুরুত্ব অপরিসীম।”
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সমগ্র আয়োজনটি এলাকার মানুষের মধ্যে একাত্মতা এবং উদ্দীপনা সৃষ্টি করেছে।