খঃ ফাহিম (ইবি প্রতিনিধি): ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় সমবেত হয় শিক্ষার্থীরা। এসময় তাদেরকে “সবাই যখন বাইরে, ইবি কেন গুচ্ছে; গুচ্ছের ভোগান্তি, আর না আর না; ইবির স্বকীয়তা, বজায় রাখো রাখতে হবে” স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীরা বটতলা থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সমাবেশ করে। সম্মিলিত বক্তব্যে তারা জানায়, জগন্নাথ, কুমিল্লা, শাবিপ্রবি, খুলনার মত বিশ্ববিদ্যালয়গুলো যদি নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে পারে তবে ইবি কেন পারবে না। স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ইবি নিজের মান ধরে রাখতে পারছে না। প্রতিষ্ঠার মূল লক্ষ্য-উদ্দেশ্য থেকেও বিচ্যূত করার অপচেষ্টাও করা হয়েছে। গুচ্ছে অন্তর্ভুক্তি এর অন্যতম কারণ।
পূর্বের একাধিক শিক্ষাবর্ষে ইবির সকল আসন পূর্ণ না করেই ভর্তি প্রক্রিয়া শেষ করতে দেখা গেছে। আসন ফাঁকা থাকা সাপেক্ষে ৪র্থ-৫ম মেধাতালিকা পর্যন্ত প্রকাশ করতে হয় ইবিকে। তারপরও সর্বশেষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১০৩টি আসন ফাঁকা পড়ে আছে। এই অসামঞ্জস্য ও মানহীন পদ্ধতি থেকে বেরিয়ে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে দাবি করেছে শিক্ষার্থীরা। অনতিবিলম্বে নিজস্ব ভর্তি প্রক্রিয়া চালু না করলে কঠোর অবস্থান ও পরবর্তী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়ায় বাঁধা প্রদানের হুশিয়ারিও দেয় তারা।
উল্লেখ্য, গত ১৫ই ডিসেম্বর গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে গুচ্ছ থেকে বেরিয়ে আসতে প্রায় সহস্রাধিক শিক্ষার্থীর স্বাক্ষর সম্মিলিত দাবি উপাচার্যের কাছে পেশ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ইবি শাখার নেতৃবৃন্দ।