
আর.জে রাফি কক্সবাজার উখিয়া
উখিয়া উপজেলায় প্রথমবারের মতো বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হলো HF 5K Run—একটি শৃঙ্খলাবদ্ধ, সুশৃঙ্খল ও মানবিক চেতনায় অনুপ্রাণিত মেরাথন আয়োজন। শনিবার ভোর ৬টায় সোনারপাড়া কাজল বিচ থেকে শুরু হয়ে হোটেল অরকিট ভুলোতে গিয়ে শেষ হয় এই মেরাথন। প্রায় ৫০০ জন রানারের অংশগ্রহণে সম্পূর্ণ আয়োজনটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
রানারদের জন্য নির্ধারিত ২৯৯ টাকা রেজিস্ট্রেশন ফি’র বিপরীতে প্রত্যেককে দেওয়া হয় ট্রিট, বিব নম্বর, দুটি হাইড্রোজেন ড্রিংক, মেডিকেল টিম সাপোর্ট, মেডেল, ফটো বুথ ও পেশাদার ফটোগ্রাফারের সেবা। নিরাপত্তা ও স্বাস্থ্য ব্যবস্থাপনায় ছিল দুটি মেডিকেল টিম।
প্রতিযোগিতা শেষে নারী ও পুরুষ বিভাগে মোট ৬ জন বিজয়ীকে (প্রথম, দ্বিতীয় ও তৃতীয়) ক্রেস্ট ও দামী মেডেল প্রদান করে আনুষ্ঠানিকভাবে সম্মান জানানো হয়।
এই ঐতিহাসিক আয়োজনটি সফলভাবে বাস্তবায়ন করে হাসিঘর ফাউন্ডেশন ও মানবিক ফাউন্ডেশন, যা উখিয়া উপজেলার ক্রীড়া ও সামাজিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
আয়োজন কমিটিতে দায়িত্ব পালন করেন—
আর.জে রাফি, শাহারীয়া তানবীর রিপাত, সাঈদ মোবারক, আবুল কাশেম শাকিব, রায়হান আসরাফ, সাকিবুল ইসলাম, নুমান মুহাম্মদ তারেক, মেহেদি হাসান, ওবাইদ উল্লাহ শুভ, পিএম মোবারক, মো. সাইফুল ইসলাম সিহাব এবং মোহাম্মদ ইয়াসিন শিকদারের নেতৃত্বে পুরো কমিটি।
ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন এস. এম. রহিমুল্লাহ বাবু, সোহাগ, সাঈমা মালেক, তাসনিমা জাহানসহ মোট ৩০ জন স্বেচ্ছাসেবক, যাদের নিষ্ঠা ও শৃঙ্খলাবোধ আয়োজনের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে অতিথি ও স্পনসর হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ ফটোগ্রাফি, রয়েল জিম সেন্টার এবং হোটেল অরকিট ভুলো’র এমডি। তাদের হাত থেকে আয়োজন কমিটির ১৩ জন সদস্য ক্রেস্ট গ্রহণ করেন।
আয়োজন শেষে অংশগ্রহণকারী রানাররা সন্তোষ প্রকাশ করে বলেন, এমন মানসম্মত ও পেশাদার আয়োজন ভবিষ্যতেও দেখতে চান তারা। উখিয়াবাসীর পক্ষ থেকে হাসিঘর ফাউন্ডেশন একটি ইতিবাচক ও গৌরবোজ্জ্বল পরিচয় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে বলেও মত দেন তারা।
অনুষ্ঠানের শেষ মুহূর্তে আয়োজন কমিটি ও ভলান্টিয়ার টিম একযোগে স্লোগান দেন—
“We are success, we are HF”, যা পুরো আয়োজনের সাফল্য ও ঐক্যের প্রতীক হয়ে ওঠে।