স্বাধীন সূর্যোদয়: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সকল পর্যটন স্থানগুলোকে পর্যটকদের নিকট আকর্ষণীয় করে তুলতে এবং পর্যটকদের সঠিক তথ্য প্রদানের জন্য উপজেলার ৮ টি পয়েন্টে বাংলা ও ইংরেজি ভাষায় ৮ টি বোর্ড স্থাপন করা হয়েছে। তন্মধ্যে ৩ টি হবে ইলেকট্রিক সাইনবোর্ড।
কমলগঞ্জ উপজেলা ম্যাপ
ছবি: “ম্যাপ” কমলগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র ।
বোর্ডগুলো রিফ্লেক্টিভ হওয়ায় দিনরাত ২৪ ঘণ্টা পর্যটকরা দেখতে পারবেন। এতে বারকোড সন্নিবেশিত করা হয়েছে ফলে মোবাইলে স্ক্যান করে পর্যটকদের সকল সেবা সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
উপজেলা প্রশাসনের এই কাজ বাস্তবায়নে সার্বিক সহযোগীতা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংস্থা অংকুর এর একদল তরুণ ও উদ্যমী সদস্য।
১. লাউয়াছড়া জাতীয় উদ্যান
সাইনবোর্ড: লাউয়াছড়া জাতীয় উদ্যান
২. নূরজাহান টি স্টেট রোড/লেমন গার্ডেন রিসোর্ট রোড
৩. মাধবপুর লেইক
সাইনবোর্ড: মাধবপুর লেক
৪. হাম হাম জলপ্রপাতের (কলাবাগান পয়েন্ট)
সাইনবোর্ড: হাম হাম জলপ্রপাত
৫. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ।
সাইনবোর্ড: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ
৬. উপজেলা চত্ত্বর
৭. ভানুগাছ রেলস্টেশন (প্লাটফর্মে)
৮. শমসেরনগর রেলস্টেশন ( প্লাটফর্মে)