1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সীমান্তে বিএসএফের হত্যাকান্ডের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

কাজী আনোয়ার হোসেন(স্টাফ রিপোর্টার)
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

কাজী আনোয়ার হোসেন(স্টাফ রিপোর্টার)
বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কতৃক সাধারন মানুষ হত্যাকান্ড জন্য ।আজ মঙ্গলবার(৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য সামনে সাধারন শিক্ষাথীর্র ব্যানারে আয়োজন করেন একটি বিক্ষোভ মিছিল। এসময় সীমান্তে বিনা অপরাধে গুলি করে কিশোরী ফেলানিকে হত্যা করে ।পরে পাচঁ ঘন্টা তারা কাটাতারে ঝুলিয় রাখে ফেলানির লাশ এই হত্যার ক্ষোভ প্রকাশ করেন ঢাকা বিশ্ব বিদ্যালয় সাধারন শিক্ষার্থীরা। অনুষ্ঠানের ফেলানির মা বাবা উপস্থিত ছিলেন।সে সময় ফেলানি বাবা বলেন -পাখির মতো গুলি করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল ফেলানীকে। চোখের সামনে পানি পানি বলে চিৎকার করেছিল সে বিএসএফ কিছু করতে দেয় নাই। কাঁটাতারে পাঁচ ঘণ্টা ঝুলিয়ে রেখে নির্মমভাবে হত্যা করেছে তাকে। এই কথাগুলো বলেছেন ফেলানীর বাবা নূর ইসলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে ‘বিএসএফ কর্তৃক বাংলাদেশের সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদ’ এই সমাবেশের আয়োজন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয় ১৪ বছরের ফেলানী। তার লাশ অন্তত পাঁচ ঘণ্টা কাঁটাতারে ঝুলে ছিল। সেই ছবি দেশি-বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে সমালোচনার ঝড় ওঠে।
মেয়ে হত্যার বিচার নিয়ে ফেলানীর বাবা বলেন, ‘আমি কতবার বিচারের জন্য গিয়েছি। আমাকে শুধু আশ্বাস দিয়ে রেখেছে। স্বৈরাচার শেখ হাসিনা আমাদের এত চাপে রেখেছে, কোনো দিন এ বিষয়ে কথাও বলতে দেয় নাই।’

বর্তমান সরকারের কাছে বিচারের দাবি জানিয়ে নূর ইসলাম বলেন, ‘সুষ্ঠু তদন্ত করে যেভাবে আমার মেয়েকে কাঁটাতারে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, হত্যাকারীকেও যেন সেভাবে কাঁটাতারে ঝুলিয়ে বিচার করা হয়। আর যেন সীমান্তে হত্যাকাণ্ড না হয়। আর যেন কোনো মায়ের বুক খালি না হয়।’
সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ আল মুদাচ্ছির, বাংলা বিভাগের শিক্ষার্থী মাহিন সরকার, সাখাওয়াত জাকারিয়া। তারা সরকারের কাছে ফেলানীসহ সীমান্তের সব হত্যাকাণ্ডের বিচার, ভারতের সঙ্গে নায্যতার ভিত্তিতে সম্পর্ক ও বিজিবিকে আরও ক্ষমতায়নের আহ্বান জানান

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট