ডেক্স নিউজ
দেশব্যাপী চলছে জাতীয় নাগরিক পার্টি-NCP এর জুলাই পদযাত্রা।
এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর জেলা NCP এর জুলাই পদযাত্রা।
প্রচন্ড বৃষ্টির মধ্যেও এ পদযাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম।
পিরোজপুরের পদযাত্রা শেষ করে নাহিদ সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঝালকাঠির উদ্দেশ্যে রওয়ানা দেন।
বিকেলে ঝাঁলকাঠি সদরে অনুষ্ঠিত হয় জেলা NCP এর জুলাই পদযাত্রা এতে বক্তব্য রাখেন নাহিদ, আখতার সহ কেন্দ্রীয় নেতারা।
তবে ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বাঁধার মুখে পড়তে হয়েছে নাহিদ ইসলামদের।
NCP নেতাকর্মীদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের হাতাহাতির ভিডিও পাওয়া যাচ্ছে সোস্যাল মিডিয়ায়!
এদিকে পিরোজপুরে জুলাই পদযাত্রা শেষে শামস ইসতিয়াক রহমান ও সাইফুল্লাহ সিদ্দিকী সৌরভ নামে দুই যুগ্ম সমন্বয়কারীর উপরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
হামলায় শামস ইসতিয়াকের মাথা ফেটে গেছে বলে জানা গেছে।