মনিরুল হক রাফি কক্সবাজার (উখিয়া) প্রতিনিধি
উখিয়া (কক্সবাজার), ১৪ জুলাই:
উখিয়ায় যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত রোহিঙ্গা ডাকাত নবি হোসেন গ্রুপের চার সদস্যকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে প্রায় ১৭ লক্ষ টাকা নগদ ও একাধিক বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার গভীর রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের একটি রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান পরিচালনা করে র্যাব, এপিবিএন ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত একটি যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে আটক করা হয়।
আটকদের নাম-পরিচয় প্রাথমিকভাবে পাওয়া গেলেও, নিরাপত্তার স্বার্থে তা প্রকাশ করা হয়নি। উদ্ধার করা হয়েছে দুইটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি এবং নগদ ১৭ লক্ষ ২৫ হাজার টাকা।
র্যাবের এক কর্মকর্তা জানান, নবি হোসেন গ্রুপ দীর্ঘদিন ধরে উখিয়া-টেকনাফ এলাকায় চাঁদাবাজি, অপহরণ ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক হত্যা ও ডাকাতির মামলা রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও টাকা প্রমাণ হিসেবে সংরক্ষণ করা হয়েছে এবং আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা জানান, রোহিঙ্গা ক্যাম্পে ডাকাত দলের দৌরাত্ম্যে সাধারণ রোহিঙ্গা ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছিলেন। অভিযানের ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে এলাকায়।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় নিরাপত্তা জোরদারে নিয়মিত অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।