সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
বুধবার রাতে রাজধানীর বাড্ডা থানা পুলিশের একটি হত্যা মামলায় আসাদুজ্জামান হিরু নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, তিনি নিজেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সন্তান বলে দাবি করেন।
তথ্য অনুযায়ী, হিরুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জন্য অর্থায়নের অভিযোগ রয়েছে। এছাড়াও অভিযোগ উঠেছে যে, তিনি প্রভাবশালী ক্ষমতা ব্যবহার করে অর্থ আত্মসাৎ করতেন।