মোঃ লিমন আলী (জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জে চার হাত , চার পা এক নবজাতকের জন্ম হয়েছে। শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে।
আজ ২০ ই জানুয়ারি (সোমবার) সকাল ১১ টা ৫০ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলা ডিলিভারি রুমে সিজার এর মাধ্যমে নবজাতকের জন্ম হয়। এর আগে গত ১৮ ই জানুয়ারি ( শনিবার) সকালে গর্ভবতী মা সহ ভর্তি হোন।
চার পা চার হাত নবজাতকের পিতা মোঃ লিটন সেখ(৪৫) তিনি সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার সুধগাছা ইউনিয়নের বাসিন্দা তিনি কৃষি কাজ করে থাকেন। তিনি আমাদের জানান এর আগে একটা ছেলে হয়েছিল সে-ই ছেলেও মারা গেয়ছে। এখন যে সন্তান হয়েছে ডাক্তার বলেছে মেয়ে হয়েছে।
তিনি আরো বলেন, আল্লাহ তাআলা দিয়েছেন এতে আমরা অখুশি হয়নি তবে একটু মন খারাপ তাই বর্তমানে শহীদ এম মুনসুর আলী কলেজ হাসপাতালে পঞ্চম তলায় শিশু রয়েছে এবং দ্বিতীয় তলায় মা রয়েছে। তারা জানান মেয়ে এবং উভয় সুস্থ আছে এবং বেঁচে আছে।