মুহাম্মদ হাবিব (চরফ্যাশন উপজেলা প্রতিনিধি):
ভোলার লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের মাদ্রাসা বাজার সংলগ্ন ৭নং ওয়ার্ড সৈয়দাবাদ গ্রামে গভীর রাতে দুই পরিবারের ৩টি গরু চোরচক্র নিয়ে যায়।চুরি হওয়া এসব গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ৫লাখ টাকা।একটি গরুর মালিক মাদ্রাসা শিক্ষক মোঃ ইউসুফ স্যার বলেন,(২৩ জানুয়ারি) বৃহস্পতিবার আমার এই গরুটিসহ মোট তিনটি গরু সৈয়দাবাদ ৭নং ওয়ার্ডের আলী সর্দার বাড়ি থেকে নদী পথে নৌকা যোগে চোরচক্র নিয়ে যাওয়ার সময় স্প্রিড বোর্ডের শব্দ শুনতে পাওয়া যায়।তিনি আরো জানান, গরুতে আমাদের ও বর্গাদারের অনেক স্বপ্ন থাকে কিন্তু চোরচক্র এক রাতেই সব স্বপ্ন ভেঙে দিয়েছে।একই গ্রামের মোঃ ইউফ মিয়া জানান,আমার গোয়াল ঘর থেকে ৫টি গরুসহ একই ওয়ার্ড থেকে ৩৪টি গরু চুরি হয়েছে।তিনি অভিযোগ করে বলেন,গরু চোরচক্রের দৌরাত্ম্য বেড়ে গেছে, গ্রাম পুলিশ দিয়ে পাহারার ব্যবস্থা করেও চোরদের নিয়ন্ত্রণে আনতে পারে নাই।স্থানীয়রা জানান যে কোনো মূল্যে এধরণের চুরি বন্ধ ও চোরদের আটকের ব্যবস্থ্যা নেয়া প্রয়োজন। ভুক্তভোগীরা গরু চুরি বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং চোরদের দমন নিশ্চিত