মোঃ লিমন আলী (জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ)
গতকাল (৭ ই ফেব্রুয়ারি) শুক্রবার সকালে পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। আয়নাল হোসেন কামারপাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। তিনি ১০ দিন ধরে নিখোঁজ ছিলো।
স্থানীয় লুকেন মন্ডল জানান, সকালে নৌকা নিয়ে পুকুরে মধ্যে কচুরি কাটতে গেলে হঠাৎ মানুষের মত হাত দেখতে পায়। পরে বিষয়টা স্থানীয় লোকজন দের জানিয়ে পুলিশকে খবর দিলে সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের ভাই ময়নাল হোসেন জানান, আমার ভাই মানসিক ভাবে একটু অসুস্থ। পারিবারিক ভাবে তার শ্বশুর বাড়ির সাথে বেশ কিছু দিন ধরে ঝামেলা চল ছিলো। কিছু দিন আগে তার শ্বশুর বাড়ির লোকজন মারধর করেছে।
পুকুরের মধ্যে মরদেহ পরে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুশিশ এসে সেখানে গিয়ে লাশ উদ্ধার করে । তার পরিচয় মিলেছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।