তার নাম মোঃ হোসাইন আহমেদ। এমন পারদর্শীতা দেখিয়ে এখন বিস্ময় বালকে পরিণত এই যুবক।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৯ নং ইসলামপুর ইউনিয়ন শ্রীপুর ভান্ডারীগাও গ্রামের বাসিন্দা মোঃ হোসাইন আহমেদ।
গ্রামবাসীরা জানান, কোনো জাল ব্যবহার না করে ধলাইনদী, পুকুর, খালবিল সমূহে ডুব দিয়েই হাত দিয়ে মাছ ধরতে পারে। এমন কি যেথায় পানিতে টাই নেই সেই পানি থেকেও ডুব দিয়ে জ্যান্ত মাছ ধরে আনে সে। কখনও দেখা যায়, ডুব দিয়ে কিছুক্ষণ পরে হোসাইন যখন নদী থেকে ওঠেন, তখন তার দুই হাতে মাছ দেখা যায়। এক ডুবেই ৮ মাছ ধরার সর্বোচ্চ রেকর্ড হোসাইনের।
শুধু তাই নয়, কেউ নিজের পছন্দের মাছের তালিকা তাকে ধরিয়ে দিলে নদীতে নেমে কিছুক্ষণ চেষ্টা করেই সেই মাছটি ধরে নিয়ে আসেন হোসাইন।
স্থানীয়রা আরও জানিয়েছেন, পানিতে অনেকক্ষণ ডুব দিয়ে থাকাসহ বেশ ভালো সাঁতার জানে হোসাইন।
স্বাধীন সূর্যোদয় | সত্যের পথে অবিচল