1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ১৪ মে ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

অন্যরকম এক বিদায় সংবর্ধনা পেল শিক্ষক সুশান্ত কুমার দাস

হারুন আহমেদ, (গোয়াইনঘাট প্রতিনিধি)
  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

হারুন আহমেদ, (গোয়াইনঘাট প্রতিনিধি) 
দীর্ঘ প্রায় ৩০ বছরেরও বেশী সময় গোয়াইনঘাটের ঘোষগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত কুমার দাস।
২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ছিল তার শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস। প্রিয় শিক্ষককে অবসর জনিত বিদায়োত্তর সংবর্ধনা দিয়েছে বিদ্যালয়ের -প্রাক্তন শিক্ষার্থীরা। সংবর্ধনা অনুষ্ঠানে তার সহকর্মীদের পাশাপাশি উপস্থিত হন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষককে অশ্রুসজল নয়নে বিদায় দেন তারা। সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের।

পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিদায়ী শিক্ষককের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয়। তার হাতে তুলে দেয়া হয় সম্মানসূচক ক্রেস্ট সহ গিফট বক্স। শিক্ষার্থীরা বিদায়ী গানের মাধ্যমে প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করেন। শিক্ষাগুরুকে পুষ্পমাল্য পরিয়ে ফুল দিয়ে বিদায় জানান তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর আতী উল্লাহ। তিনি বলেন,, যেকোনো বিদায় বেদনার, কষ্টের। সুশান্ত কুমার দাস র মতো শিক্ষক এদেশের সম্পদ, তারাই সোনার মানুষ গড়ার কারিগর। তার অনুপস্থিতিতে এ বিদ্যালয় তার শুন্যতা অনুভব করবে। সবকিছুরই শেষ আছে, না চাইলেও একদিন ঠিকই বিদায় বলতে হয়। আমি তার অবসর জীবনের মঙ্গল কামনা করি। আর এ ধরণের অনুষ্ঠানের আয়োজন করায় বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি।

২২ফেব্রয়ারী শনিবার দুপুরে স্কুল প্রাঙ্গনে গ্রামের মুরব্বি ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে সাংবাদিক কাওছার আহমদ রাহাত এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাকুরবাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা রশিদ আহমদ,
তিনি বলেন সুশান্ত কুমার দাস তার কর্মজীবনে অনেক শিক্ষার্থীকে পড়িয়েছেন, সত্যিকারের মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন। তারা দেশের কল্যাণে অনেক বড় বড় জায়গা থেকে ভূমিকা রাখছেন। তিনি তার শিক্ষার্থীদের মাঝে নিজের কাজের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন আজীবন।

বক্তব্য রাখেন লামাদুমকা সরকারি প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ চৌধুরী, স্কুলের সাবেক সভাপতি মাস্টার শফিক আহমদ, মাস্টার ফয়েজুর রহমান,ঘোষগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহমত আলী, শিক্ষিকা রীনা রানী সহ বিভিন্ন শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

স্কুলের সাবেক সভাপতি মাস্টার শফিক আহমদ বলেন,
আজ সত্যিই আমাদের জন্য বেদনার দিন, মন খারাপের দিন। সুশান্ত কুমার দাস আর কোনোদিন ক্লাসে পাব না ভাবতেই খারাপ লাগছে। তার ন্যায়পরায়নতা, কর্মদক্ষতা, সততা ও সময়ানুবর্তিতা আমাদের অনুপ্রেরণা যোগিয়েছে।
তিনি নিজ সন্তানদের মত করে ছাত্র-ছাত্রীদেরকেও যোগ্য করে গড়ে তুলেছেন। তার অবসর জীবনের মঙ্গল কামনা করি।

অনুষ্ঠানের মানপত্র পাঠ করেন স্কুলের সাবেক ছাত্র সাহাব উদ্দিন শিহাব, শুরুতেই কোরআন তেলাওয়াত করেন সাবেক ছাত্র সালেহ আহমদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক ছাত্র নুরুল আমিন, ইঞ্জিনিয়ার তৈয়বুর রহমান,মাহদি আল আমিন সহ অনেকেই। এসময় স্কুলের শিক্ষক শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট