সেলিম হোসেন মায়া (খাগড়াছড়ি প্রতিনিধি):
খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১০ পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর সভাপতিত্বে র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভার করা হয়।
জনস্বাস্থ্য প্রকৌশলী জাফর উল্লাহ, রেঞ্জ কর্মকর্তা কিশলয় চাকমা, পানছড়ি থানার এসআই মোঃ রাকিবুল ইসলাম, সদর ইউনিয়ন চেয়ারম্যান উচিৎ মনি চাকমা, উল্টাছড়ি প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল হাসেম সহ প্রশাসনিক কর্মকর্তাগন ও স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন,আসুন আমরা দেশের সার্বিক উন্নয়নে মনোনিবেশ করি।স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমুহকে সক্রিয় ও গণমুখী প্রতিষ্ঠানে পরিবর্তন হতে হবে। বর্তমানে স্থানীয় সরকার বিভাগ আধুনিক ও স্মার্ট প্রযুক্তিতে আরো বেশি দক্ষতা ও সক্ষমতা অর্জন করেছে। প্রয়োজনীয় নাগরিক সেবা , নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, সড়ক অবকাঠামো উন্নয়ন সহ প্রয়োজনীয় সেবা ও মৌলিক অধিকার সমুহ নিশ্চিত করতে হবে। এতে করে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হবে।
এছাড়াও সকাল ১১ টায় পানছড়ি ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমার সভাপতিত্বে ইউপি সদস্য- সদস্যাগন ও বিভিন্ন ওয়ার্ডের সচেতন নাগরিকদের নিয়ে র্যালি ও সদর ইউপি হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।