শেখ মহিউদ্দিন (বাগেরহাট জেলা প্রতিনিধি)
১১ মার্চ (মঙ্গলবার) মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্ৰামে ৪০ বছর বয়সের যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
পবিত্র রমজান মাসে জয়মনি বাজার জামে মসজিদে বিকাল ৪:৪০ মিনিটে মাওলানা জসিমউদ্দিনের হাতে কালেমা পড়ে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন রিপন শীল (৪০) , পিতাঃ মৃতঃ গৌরাঙ্গ শীল। গ্ৰামঃ উত্তর রাজাপুর,থানাঃ শরণখোলা। তার বর্তমান ঠিকানাঃ চিলা ইউনিয়নের জয়মনি গ্ৰামে।
তার নাম রাখা হয়েছে, মোঃ ইউসুফ। তিনি দীর্ঘদিন যাবত জয়মনি গ্রামে বসবাস করতেন। তার জয়মনি বাজারে একটি হেয়ার কাটিংয়ের একটি দোকান রয়েছে। যখন দোকানে তিনি কাজ করতেন।
তখন তার দোকানে সাউন্ড বক্সে গানের পরিবর্তে সাধারণ মানুষ ওয়াজ মাহফিল শুনতে পেত।
তিনি বলেন, আমি আমার নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমাকে কেহ কোনো প্রকার চাপ প্রয়োগ করেনি।
আমি অনেক বছর ধরে ওয়াজ মাহফিল শুনতাম। সেখান থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি ইসলাম ধর্ম গ্রহণের জন্য।
আমার কাছে ইসলাম ধর্মের নিয়ম কানুন খুব ভালো লাগে। তারা সবাই এক সাথে সারিবদ্ধ হয়ে কত সুন্দর ভাবে নামায আদায় করে। যা দেখতে আমার কাছে খুব ভালো লাগে।
এর মাধ্যমে বুঝা যায় ইসলাম একটি শান্তির ধর্ম।
পরিশেষে তিনি বলেন, আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ইসলাম নিয়ম কানুন সঠিকভাবে পালন করতে পারি।