মোহাম্মদ মামুন উদ্দিন(অনলাইন রিপোর্টার) নোয়াখালীতে আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপনের জন্য জেলা প্রশাসকের প্রেরিত চিঠির খবর দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে। এতে করে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী নোয়াখালীবাসীসহ জেলার রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহল দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া ও সংগ্রাম পরিষদের আহ্বায়ক সাইফুর রহমান রাসেল বলেন, উপকূলীয় ও প্রবাসী সমৃদ্ধ জেলা নোয়াখালীতে বিমানবন্দর নির্মাণ সময়োপযোগী ও লাভজনক সিদ্ধান্ত হবে।
প্রবাসী নেতাদের মধ্যে ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু এবং ইতালি বিএনপির উপদেষ্টা লকিয়ত উল্যাহ বলেন, বহু বছরের দাবি পূরণে জেলা প্রশাসকের উদ্যোগ প্রশংসনীয়। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রাখছে, তাই তাদের এলাকায় একটি বিমানবন্দর প্রাপ্য।
জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকার দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
সুশীল সমাজ মনে করে, বিমানবন্দর স্থাপিত হলে বৃহত্তর নোয়াখালীর এক কোটিরও বেশি মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ অর্থনীতিতেও আসবে নতুন গতি।