মি. সিমরান (স্টাফ রিপোর্টার):
দীর্ঘ কয়েক বছর ধরে ঢাকার ধামরাই উপজেলার ধুলিভিটা থেকে মাখলিয়া এলাকার রাস্তার বেহাল অবস্থা ছিল স্থানীয় মানুষের জন্য এক দুঃসহ যন্ত্রণা। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা-পানিতে চলাচল একপ্রকার অসম্ভব হয়ে পড়ত। তবে অবশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে চন্দ্রাইল, বাড়িগাঁও এবং মাখলিয়া এলাকার গুরুত্বপূর্ণ এই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বছরের পর বছর তারা রাস্তার উন্নয়নের জন্য আবেদন করে গেছেন। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও কর্মজীবীদের প্রতিদিনই চরম ভোগান্তি পোহাতে হতো। অবশেষে রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে।
চন্দ্রাইল, বাড়িগাঁও ও মাখলিয়ার বাসিন্দারা জানান, এই রাস্তা সংস্কার হলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসেবার মান অনেক উন্নত হবে। এখন তাদের একটাই দাবি—নির্মাণকাজ যেন মানসম্মত হয় এবং দ্রুত শেষ করা হয়।
এলাকাবাসী প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এলাকার উন্নয়নে এমন পদক্ষেপের আহ্বান জানান।