বিক্রম হুসাইন কাব্য ( চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ) :
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকালে এ কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জীবননগর উপজেলা মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যা পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি জনাব আনোয়ার হোসেন খাঁন (খোকন)।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি মোঃ শাহাজাহান কবীর।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান (ডাবলু)।
সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আয়ুব আলী বিশ্বাস।
বক্তারা বলেন, “শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করা সময়ের দাবি।”
আলোচনা শেষে শ্রমিকদের শান্তি, কল্যাণ ও উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএনপি ও শ্রমিক দলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।