জি এম জাকারিয়া খান সায়েম নিজস্ব প্রতিনিধি
স্টিলমার্ক স্টেইনলেস স্টিল কোম্পানির পক্ষ থেকে চন্দ্রগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি গত ১২ মে,২৫ খ্রিঃ, রোজ-রবিবার, বেলা ১.৩০ ঘটিকায় জেরিন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার ছাত্র আব্দুল আজিজের শ্রুতিমধুর কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মুন স্টীল এর কর্ণধার জনাব তারেক আজিজ এবং পরিচালনায় ছিলেন মা থাই অ্যালুমিনিয়াম এন্ড ফেব্রিকেটরস এর কর্ণধার জনাব শহিদ আলম।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন, মার্কেটিং ম্যানেজার জনাব শাহ আলম, এসিস্ট্যান্ট ম্যানেজার জনাব রিফাত হোসেন, এক্সিকিউটিভ অফিসার ফখরুল ইসলাম ও শিবু চন্দ্র কানুনগো।
অনুষ্ঠানে স্টিলমার্ক এসএস সম্পর্কে ব্যবসায়ীদের সম্যক ধারণা দেওয়া হয় এবং ব্যবসায়ীদের কাছ থেকে মতামত ও অভিযোগ গ্রহণ করা হয়।
পরিশেষে ব্যবসায়ীদের মধ্যে র্যাফেল ড্র এর আয়োজন করা হয় এবং পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।