স্টাফ রিপোর্টার :
আজ ১৩/০৫ ২৫ রোজ মঙ্গলবার সকাল ৯:৩০ ঘটিকায়
শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সোয়লিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার টয়লেট ও সীমানা প্রাচীর ভেঙে দিয়ে যায় বাধা দিলে প্রধান শিক্ষককে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়া দূর্বত্ররা।
মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন ১ বিবাদী মোঃ মুজিবুর রহমান (৪৮)পিতা মৃত্যু ইব্রাহিম গাজী ২ বিবাদী মোঃ রবিউল ইসলাম (৪৫)পিতা মৃত আহাম্মদ আলী মোড়ল পক্ষোর শশুরের কাছ থেকে জমি ক্রয় করে এতদিন আমাদের মাদ্রাসার কার্যক্রম চালিয়ে আসছিলাম কিন্তু মূল মালিক মৃত্যুবরণ করায় তাহার মেয়ে জামাই এলাকার ভূমিদস্য লাঠিয়াল বাহিনী তিনি মাদ্রাসার জায়গা জমি না দিয়ে মাদ্রাসার কার্যক্রম চলমান অবস্থায় ১০/১২দলবল নিয়ে মাদ্রাসার টয়লেট মাদ্রাসা প্রাচীর ভেঙে দেয় আমি বাধা দিলে আমি সহ আমার শিক্ষকদেরকে মারধর ও ছাত্র-ছাত্রীদের সামনে হে নাস্তা ও প্রাণনাশের হুমকি দেয় আমি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বিচার চাই যাতে করে এরকম ভূমিদস্য আর কোন প্রতিষ্ঠান ও কোন মানুষের যেন হামলা না চালাতে পারে।