1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১২:০১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নিখোঁজের পাঁচদিন পরেও সন্ধান মেলেনি ব‍্যবসায়ী স্বপনের

আরিফ হোসেন, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫

আরিফ হোসেন, স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজ হওয়ার ৫ দিনেও ব‍্যবসায়ী স্বপন মিয়ার (৪০) সন্ধান পাওয়া যায়নি। গত ১০ মে থেকে তিনি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ স্বপন মিয়া উপজেলার পোগলদীঘা ইউনিয়নের মূলবাড়ী (তালুকদার বাড়ী) এলাকার জসিম উদ্দিন মোল্লার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১০মে দুপুরে নামাজ পড়ার কথা বলে মোটর সাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর রাত ৯টায় মুঠোফোনে স্ত্রী আখির সাথে বাড়িতে আসার কথা হয়। কিন্তু গভীর রাত হলেও তিনি আর বাড়িতে ফিরেনি। তার ব‍্যবহ্দত মোটরসাইকেলটি চৌধুরী মোড় এলাকায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও শার্ট উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ অবস্থায় তার পরিবারের দিন কাটছে দুশ্চিন্তায় ও আহাজারিতে।

এ ঘটনায় নিখোঁজের পিতা জসিম উদ্দিন মোল্লা সরিষাবাড়ী থানায় গত ১১ মে সকালে একটি সাধারণ ডায়েরী করেছেন।

এ বিষয়ে স্ত্রী আখিঁ আকতার বলেন, নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকে তাকে আর খোজে পাওয়া যাচ্ছে। তার স্বামীকে দ্রুত জীবিত উদ্ধার করতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানান।

নিখোঁজের পিতা জসিম উদ্দিন মোল্লা বলেন, সন্তানকে হারিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছি। পুলিশকে অনুরোধ করেন দ্রুত সন্তানকে তাদের কাছে ফিরে দিতে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ রাশেদ হাসান বলেন, এ থানায় আমি নতুন এসেছি। এ বিষয়ে খোজখবর নিয়ে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট