মোঃহাফিজুর রহমান(উপজেলা প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল )
টাঙ্গাইল মধুপুরে আনাম গ্রীন ফুয়েল এনার্জি রিসোর্স কারখানায় দুর্ধর্ষ ডাকাতির মামলায় ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ডাকাতির মালামাল।
আজ বুধবার (১৪মে ২০২৫) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার ডাকাতরা হলেন-
মামুন, মাসুদ,
সুরুজ, নাঈম, রাসেল, কাজল ড্রাইভার, রাশেদুল, নান্নু ও বেল্লাল হোসেন।
তারা সবাই আন্তঃজলা ডাকাতদলের সক্রিয় সদস্য।
পুলিশ সুপার সংবাদ সম্মেলনে বলেন, ‘গত (৩ মে) মধুপুরের মহিষমারা এলাকায় অবস্থিত আলহাজ ফকির মাহবুব আলম স্বপন এর আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্স ফ্যাক্টরিতে একটি ডাকাতির ঘটনা ঘটে। পরে কর্তৃপক্ষ মামলা দায়ের করলে পুলিশ অভিযান শুরু করে। তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে গতকাল মঙ্গলবার আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে ডাকাতদের গ্রেপ্তার করাতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, ‘ গ্রেফতার কৃত ডাকাতদের কাছ থেকে ১৪ লাখ টাকার একটি পিকআপ ভ্যান গাড়ি
১ লাখ ৬০ হাজার টাকার তামার তার, ৫০ হাজার টাকার মেইন তামার তার, ৪০ হাজার টাকার জেনারেটর তামার তার, সাড়ে ৩ হাজার টাকার ১২ ভোল্টের ব্যাটারি ও ৪৪ হাজার টাকার সিসা উদ্ধার করা হয়। মাত্র ডাকাতের ঘটনার সাথে সম্পৃক্ত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।