1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

বুলেট হত্যা করতে চায় আখতার হোসেনকে

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫

মোঃ রেদওয়ান(স্টাফ রিপোর্টার)


ছাত্রজনতার জুলাই গনঅভ্যুত্থানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-NCP এর সদস্য সচিব আখতার হোসেন ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়া হয়েছে বলে জানা গেছে।

NCP নেতা আখতার হোসেন এক ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন।

ওই পোস্টে তিনি লিখেছেন- “ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে, আমার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দিয়েছে। চিঠির প্রেরকের ছদ্মনাম ‘বুলেট’। চিঠিটা ডাকপিওন গতকাল বড়ো ভাইয়ের কাছে দেয়। চিঠি পড়ার পর থেকে বাড়ির মানুষেরা চিন্তিত হয়ে আছেন। যেখানে পাবে, সেখানে খুন করবে, ঝামেলায় ফেলবে এমন হুমকি৷
বোনাস লাইফ লিড করতেছি। মৃত্যু কয়েকবার কাছে এসে ফিরে গেছে। মরতে হতে পারে জেনেও প্রতিবাদে পিছপা হইনি, কখনো হবো না। ইন শা আল্লাহ। আল্লাহ ভরসা।”

এদিকে আখতার হোসেনের ফেসবুক পোস্ট শেয়ার করে জাতীয় নাগরিক পার্টি-NCP এর নেত্রী ডাঃ তাসনিম জারা লিখেছেন-
“আখতারের নামে হত্যার হুমকি এসেছে। পার্টি গঠনের পর থেকে গুজব, চোখ রাঙানি, চরিত্রহননের চেষ্টা একটার পর একটা চলছে। এসব ঘটনার মধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে, আমাদের উপস্থিতি কতটা অস্বস্তিকর তাদের জন্য, যারা পুরনো ব্যবস্থাকে আঁকড়ে ধরে রাখতে চায়। যারা পরিবর্তন চায় না।”

উল্লেখ জাতীয় নাগরিক পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠনের আন্দোলনের মুখে আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করেছে সরকার।

অন্যদিকে NCP আত্মপ্রকাশ করার পর থেকেই চিন্তা বেড়েছে বিএনপিতে!
অনেকটাই দূরত্ব বেড়েছে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করা এই দুই রাজনৈতিক শক্তির মধ্যে।

এদিকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিরোধী ভূমিকার কারনে জামায়াত-শিবিরকে জাতীর কাছে ক্ষমা চেয়ে রাজনীতিতে আসতে বলেছেন NCP নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট