1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

হাতিয়ায় মেঘনায় ট্রলারডুবি: একজনের মৃত্যু, পুলিশ সদস্যসহ ৮ জন নিখোঁজ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫

মোহাম্মদ মামুন উদ্দিন (অনলাইন রিপোর্টার) নোয়াখালীর


হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও উঁচু ঢেউয়ের তোড়ে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে মোট ৩৯ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর ৩০ জনকে জীবিত উদ্ধার করা হলেও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন ৮ জন, যাদের মধ্যে রয়েছেন জেলা পুলিশের সদস্য সাইফুল ইসলাম (২৮)।

শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে হাতিয়া উপজেলার করিমবাজার সংলগ্ন ডুবারচরের মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে ভাসানচর থেকে একটি ট্রলার ৩৯ জন যাত্রী নিয়ে হাতিয়ার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রীদের মধ্যে পুলিশ, আনসার সদস্য, রোহিঙ্গা রোগী ও বিভিন্ন এনজিও সংস্থার কর্মী ছিলেন।

যাত্রাপথে ভাসানচর থেকে প্রায় ৭-৮ কিলোমিটার অতিক্রম করার পর করিমবাজার সংলগ্ন ডুবারচরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

হাতিয়া থানার ওসি আজমল হুদা বলেন, “দুর্ঘটনার সময় ট্রলারটিতে ৩৯ জন যাত্রী ছিলেন। ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এখনো ৮ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে একজন জেলা পুলিশের সদস্য।”

নিখোঁজদের উদ্ধারে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট