মোঃ সাইদুল ইসলাম, (রিপোর্টার অনলাইন:)
(০১৭২৬১৩৫১৮৩ গাজীপুর মহানগরের গাছা থানার ঈশ্বড্ডা এলাকায় একটি পরিকল্পিত ডাকাতির ঘটনায় তিনজন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিপজ্জনক অস্ত্র ও লুট হওয়া মালামালের একটি অংশ উদ্ধার করা হয়।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, গত ২৩ জুন রাত ২:৩০ থেকে ৩:৪৫ মিনিটের মধ্যে ‘আপন প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ’ নামের কারখানায় একদল সংঘবদ্ধ ডাকাত প্রবেশ করে। তারা কারখানাটি থেকে প্রায় ১০ লাখ ৩ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
লুট হওয়া মালামালের মধ্যে ছিল:
১১৩ ব্যাগ প্লাস্টিক কাঁচামাল
৪০টি ডাইস
আইপিএস, ব্যাটারি
স্ট্যান্ড ফ্যান, গ্রাইন্ডিং মেশিন
নগদ অর্থ, মোবাইল ফোন
৫ ঘোড়ার মোটর
সিসিটিভি হার্ডডিস্ক, ডিভাইস ও অন্যান্য যন্ত্রপাতি
ঘটনার পর ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশের একটি দল প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) ও গাছা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনারের নির্দেশনায় ওসি মোঃ আমিনুল ইসলাম ও এসআই (নিঃ) সুকান্ত কুমার পল-এ