পুলক সরকার, জয়পুরহাট প্রতিনিধিঃ
০৫ জুলাই/২৫ জয়পুরহাটে কালাই-ক্ষেতলাল-আক্কেলপুরের জনপ্রতিনিধিদের সাথে বিএনপি নেতা বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন
মতবিনিময় সভা করেছেন। শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ ওহাব, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জলসহ তিন উপজেলার জনপ্রতিনিধিরা।
সভায় তিন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নির্বাচিত বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বিএনপির ত্যাগী নেতাদের বাদ দিয়ে সুবিধাবাদীরা যেন দলে স্থান না পায় সে দিকে গুরুত্ব দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয়ী করার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেন।