মোঃমাকসুদ আলম(লালমোহন প্রতিনিধি)
ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবেশের চরম অবনতি ঘটেছে। হাসপাতালের ভেতর ও আশপাশে যত্রতত্র পড়ে থাকা ময়লা-আবর্জনায় সৃষ্টি হয়েছে তীব্র দুর্গন্ধ। ফলে রোগী ও স্বজনদের ভোগান্তি চরমে পৌঁছেছে। এলাকাবাসীর ভাষায়, হাসপাতালটি এখন যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির সামনে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে খাবারের উচ্ছিষ্ট ও অন্যান্য ময়লা। পর্যাপ্ত ডাস্টবিনের অভাব ও স্বজনদের অসচেতনতার কারণে সিঁড়ি ও বেডের নিচে জমছে আবর্জনা। বিশেষ করে তৃতীয় তলায় প্রতিটি বেডের নিচে ময়লা স্তূপ করে রয়েছে, যা দীর্ঘদিন পরিষ্কার না করায় দুর্গন্ধ ছড়াচ্ছে।
রোগীর স্বজন মারুফ হোসেন বলেন, “এখানে দুর্গন্ধে দাঁড়িয়ে থাকা যায় না। এমন অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা নেওয়া সম্ভব না।”
রোগীর আরেক স্বজন মোসা. সাবিকুন নাহার জানান, “বেডের পাশেই ময়লা পড়ে আছে। আমরা রোগী নিয়ে এসেছি, কিন্তু নিজেরাই অসুস্থ হয়ে যাচ্ছি। দ্রুত পরিষ্কার না করলে রোগী সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হবে।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমান বলেন, “চারজন পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে তিনজন অসুস্থ থাকায় ময়লা পরিষ্কার করতে সমস্যা হচ্ছে। তবে খুব শিগগিরই এ সমস্যার সমাধান করা হবে।”
স্থানীয়রা বলছেন, এমন জনস্বাস্থ্যঝুঁকির বিষয়ে কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। না হলে এ স্বাস্থ্য কমপ্লেক্স রোগ নিরাময়ের স্থানের বদলে রোগ বিস্তারের উৎসে পরিণত হবে।