মোঃ সাজেদুর রহমান:স্টাফ রিপোর্টার (নওগাঁ )
নওগাঁর পত্নীতলায় ও ধামইরহাট এলাকার কিছু স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের টার্গেট করে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে একটি প্রতারক চক্র । বিভিন্ন ছেলে এবং মেয়েদের সাথে প্রতারণা করে এই চক্রটি। প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তারপর মোবাইলে কথা বলেতে বলতে তাদেরকে ইমোশনাল করে ফেলে, এক পর্যায়ে মোবাইলে ভিডিও কলে অশ্লীল ভিডিও ধারণ করে মোটা অংকের টাকা দাবি করে এই চক্রটি। টাকা না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় চক্রটি।
নাম প্রকাশ না করার শর্তে একজন ভুক্তভোগী বলেন, এক সপ্তাহ আগে আমার মোবাইলে এক মেয়ের ফেসবুক আইডি থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে, আমি রিকোয়েস্ট এক্সেপ্ট করি। তার পর সে পরিচয় দেয় আমি ভারতের কলিকাতা বলছি, সেখানে আমার বাড়ী। সে বলে আমি আপনার সাথে প্রেম করতে চাই , আমিও বিদেশি মেয়ে বলে সহজেই তার প্রস্তাবে রাজি হয়ে যাই। প্রতিদিন রাতে কথা হয়, কথা বলার এক পর্যায়ে সে তার শরীরের বিভিন্ন অংশ আমাকে দেখাতে থাকে, এবং সে আমাকেও দেখতে চায় পরে আমি আমার শরীরের বিভিন্ন অঙ্গ তাকে শেয়ার করি। সে আমার অজান্তে আমার ভিডিও রেকর্ড করে আমাকে ভিডিওটি এডিটিং করে ফেরত পাঠায়।ভিডিও দেখে আমি লজ্জায় হতবাক,সে বলে আমি হ্যাকার এটাই আমার পেশা, আমাকে একটি বিকাশ মোবাইল নাম্বার দিয়ে বলে ১ঘন্টার মধ্যে ২০,০০০/টাকা না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল ভিডিও ছড়িয়ে ভাইরাল করে দিবে। তখন আমি তাকে অনেক অনুরোধ করি এগুলো ডিলিট করার জন্য, কিন্তু সে কিছুতেই রাজি হয়নি , তখন আমি ভিডিও ডিলিট করার জন্য বলি আমার কাছে ৫,০০০/ টাকা আছে বলে তার কথামত পাঠিয়ে দিয়। তারপরও সেই ক্ষান্ত হয়নি আবার উল্টো আরো টাকার দাবি করছে। এগুলো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় থাকবে না। এরকম প্রতারণা ছেলে এবং মেয়ে উভয়ের সাথেই করছে এই প্রতারক চক্রটি।
এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ এনায়েতুর রহমান বলেন এসব বিষয়ে থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি তবে অভিযোগ পেলে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখে এই চক্রর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।