মোঃ সাজেদুর রহমান:স্টাফ রিপোর্টার পত্নীতলা (নওগাঁ)
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে সাধারন সম্পাদক পদপ্রার্থী হয়েছেন মোঃ বায়জিদ রায়হান শাহীন।
২০ জুলাই নজিপুর পাবলিক মাঠে পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে।
কাউন্সিলকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম,টুইটার, সহ যাবতীয় সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে
মোঃ বায়েজীদ রায়হান শাহিনের নাম।
প্রত্যেকেই তার ফেসবুক আইডি থেকে বায়েজীদ রায়হান শাহীন পক্ষে নির্বাচনের প্রচার প্রচারণা চালাচ্ছেন।
নজিপুর বিভিন্ন চায়ের স্টলে ঘুরে দেখা যায় সর্বত্র এখন পৌর বিএনপি কাউন্সিলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ বায়েজীদ রায়হান শাহিনের নাম আলোচনায়।
নাম প্রকাশ না করার শর্তে একজন বিএনপির কর্মী বলেন মোঃ বায়েজীদ রায়হান শাহীন বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে সবচাইতে বেশি নির্যাতন, নিপীড়ন, মামলা হামলার শিকার হয়েছেন। বিপদে আপদে সব সময় আমাদের পাশে থেকেছেন, তাই আমরা তাকেই পৌর সাধারণ সম্পাদক হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করব।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ বায়েজীদ রায়হান শাহীন বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, এই নির্বাচনে তার প্রমাণ । নেতা কর্মীরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচনের সুযোগ পাচ্ছেন । আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।