1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সিরাজগঞ্জে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫

মোঃ লিমন আলী (জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ)


সিরাজগঞ্জে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন মুক্তির সোপানে বৃক্ষ মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়।

স্বাগত বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক রিজিয়া পারভীন মিষ্টি।

এছাড়া বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল ও বিভাগীয় বন কর্মকর্তা (সামাজিক বন বিভাগ, পাবনা) কাজী তারিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান এবং অন্যান্য মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ—জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, প্রকৌশলী আব্দুল মান্নান ও জেলা দপ্তর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মোঃ আকাব্বর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নার্সারি মালিক, কৃষক, বাগানপ্রেমী এবং সাধারণ মানুষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও কবি নূরনব্বী খান জুয়েল।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম বলেন, দেশের মোট আয়তনের অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন, অথচ বর্তমানে আমাদের দেশে সরকারি হিসাব অনুযায়ী মাত্র সাড়ে ১০ শতাংশ বনভূমি আছে, বাকি অংশ ব্যক্তিগত উদ্যোগে সৃষ্ট। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সকলকে আরও বেশি করে গাছ লাগাতে হবে। প্রতিটি পরিবারের উচিত বাড়ির আঙিনায় বা পতিত জমিতে অন্তত তিনটি করে গাছ রোপণ করা। সড়কের উভয় পাশে, এমনকি ছাদে ও বাগান করেও গাছ লাগানো সম্ভব। গাছ আমাদের শুধু ফল-ফুলই দেয় না, পরিবেশকে সুন্দর ও স্বাস্থ্যকর রাখে, বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট