মোঃ সাজেদুর রহমান,স্টাফ রিপোর্টার পত্নীতলা (নওগাঁ)
নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচোরা ইউনিয়নে পশ্চিম পাটিচোরা গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু।
জানা যায় ২৪ জুলাই সকাল আনুমানিক সকাল ৯ টার দিকে প্রতিদিনের ন্যায় মাঠে কাজ করার জন্য যায়। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে পানি সেচের একটি ডিপ ঘরে আশ্রয় নেয়। সেখানেই বজ্রপাত হলে ৫ জন কৃষক ঘটনাস্থলে আহত হয়। আহতদের চিকিৎসার জন্য পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্মরত চিকিৎসক স্বাধীন (২৬) কে মৃত ঘোষণা করেন। স্বাধীন পশ্চিম পাটিচোরা গ্রামের আব্দুর রহমান সোনার এর ছেলে। বাকি ৪ জন গুরুতর আহত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলমান রয়েছে।