মোঃ সাজেদুর রহমান,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলা উপজেলায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে চার্জার অটো গাড়ির চালক মেহেদী হাসান (২৯) নিহত হয়েছেন। ট্রাকটি স্থানীয়রা জব্দ করলেও ঘাতক চালক পালিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর-বদলগাছী আঞ্চলিক মহাসড়কের বাগমার কালভার্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মেহেদী হাসানকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত অবস্থায় ভর্তি করান। পরে জরুরি বিভাগের চিকিৎসকদের পরামর্শ মোতাবেক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মেহেদী মারা যান।
নিহতের মেহেদীর বাড়ি পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের বেংডোম উত্তরপাড়া গ্রামে তার বাবার নাম রশিদুল ইসলাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান জানান,
এ ঘটনায় ঘাতক ট্রাকচালক পালিয়ে যায়। জব্দকৃত ট্রাকটি থানা হেফাজতে নেয়া হয়েছে।’
নিহত মেহেদীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।