সাইফুজ্জামান স্টাফ রিপোর্টার
গত বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাতে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা ও আনোয়ার হোসেনকে মারাত্নকভাবে আহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন ভাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকরা। এসময় তারা সন্ত্রাসীকর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
শনিবার (৯ আগস্ট) দুপুর ১০টায় ভাঙ্গা বাজার দক্ষিণ পাড় বাসস্ট্যান্ডে ‘সাংবাদিক হত্যার বিচার চাই, সাংবাদিকদের নিরাপত্তা চাই’ এই স্লোগানে এ কর্মসূচী করা হয়।ভাঙ্গা প্রেসক্লাব আয়োজিত এই কর্মসূচীতে প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি হাজী আব্দুল মান্নান ওয়াহিদুজ জামান ,সরোয়ার হোসেন, জাকির মুন্সি,ও সাইফুল ইসলাম সাকিল, আরো অনন্যরা
এসময় তারা বলেন, সাংবাদিকরা কোন সরকারের আমলেই সুরক্ষিত ছিলনা এখনো নয়। সাংবাদিকরা সব সরকারের সময়ই হামলার শিকার, মামলার শিকার এবং হত্যার শিকার হয়েছে, এর মধ্যে কোনটিরও সঠিক বিচার করতে সক্ষম হয়নি সরকার। আমরা সাংবাদিক হত্যার উপযুক্ত বিচার চাই এবং সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা চাই।