
(মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি)
(১৭ ডিসেম্বর ২০২৫ রোজ বুধবার) রাত ৯ ঘটিকার সময় হঠাৎ শ্রীমঙ্গল ফসিউর রহমান সুপার মার্কেটে আগুন দেখা যায়, শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ২টি ইউনিট ও মৌলভীবাজারের ২ ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে, সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় যানজট ও আগুন নিয়ন্ত্রণে করেন।
খবর শুনে চলে আসেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন। ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন ও সকল সদস্যবৃন্দ।
ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন।
জানান ফায়ার সার্ভিসের কর্মী সেনাবাহিনী ও পুলিশ আগুন নিমন্ত্রণে আনে, বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা ছিল অপরিসীম। আরও বললেন তিনটি দোকানে আগুন লাগে, প্রাথমিকভাবে জানা গেছে, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়, ক্ষয়-ক্ষতি পরিমাণ ২৫/৩০ লাখ টাকার কসমেটিকস কাপড়সহ মুল্যবান জিনিস পত্র পুড়ে গেছে। মার্কেটর ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম জানান দোকান বন্ধ করে পৌঁছানোর পর খবর পাই মার্কেটে আগুন লেগেছে। দ্রুত ফিরে এসে দেখি পুরো মার্কেটে আগুনের ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদ জানান, শ্রীমঙ্গলের ২টি ও মৌলভীবাজারের ২টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।