মোঃ সাজেদুর রহমান,স্টাফ রিপোর্টার পত্নীতলা, (নওগাঁ)
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধ এবং সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগষ্ট) বেলা ১১ টায় নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বরে উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় মাহমুদুন্নবী, রবিউল ইসলাম, মোকছেদুল ইসলাম, আলমগীর হোসেন, কাওসার হোসেন, আব্দুল্লাহেল কাফি, আলমগীর হোসেন, জাকির হোসেন, ওমর ফারুক, মোঃ শহিদুল ইসলাম, লেমন হোসেন, আবু জাফর সহ সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দেশের কোনো সরকারের আমলেই সাংবাদিকরা নিরাপদ নন।সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এবং হত্যার মতো ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু তাদের ব্যক্তিগত সুরক্ষার বিষয় নয়, বরং এটি রাষ্ট্রের গণতন্ত্র ও আইনের শাসন রক্ষার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। উপস্থিত সাংবাদিকরা সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সময়োপযোগী ও সাংবাদিক সুরক্ষার কার্যকর আইন প্রণয়ন এবং তা কঠোরভাবে বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করা হোক।