 
																
								
                                    
									
                                 
							
							 
                    
সোহেল রানা (নওগাঁ) প্রতিনিধি।
নওগাঁর মান্দা উপজেলার ১১ নং কালিকাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নলতৈড় গ্রামে বন্যার পানির চাপ বৃদ্ধি পাওয়ায় প্রধান প্রবেশপথের রাস্তা ভয়াবহ ভাঙ্গনের কবলে পড়েছে। গত এক সপ্তাহ ধরে অব্যাহত ভাঙনের ফলে রাস্তাটির একপাশ সম্পূর্ণ ধসে পড়েছে, যার কারণে তিন চাকার যানবাহন, মোটরসাইকেল ও মালবাহী গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে গ্রামের মানুষ নিত্যদিনের যাতায়াত, পণ্য পরিবহন ও জরুরি চিকিৎসা সেবায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয়রা জানান, এই রাস্তা দিয়ে নলতৈড় গ্রাম ছাড়াও আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে থাকেন। ভাঙনের কারণে এখন শুধু হাঁটাপথেই চলাচল সম্ভব হচ্ছে, তাও ঝুঁকি নিয়ে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী ও বয়স্ক মানুষদের জন্য বিষয়টি অত্যন্ত কষ্টদায়ক হয়ে উঠেছে। এলাকাবাসীর আশঙ্কা, যদি দ্রুত মেরামতের ব্যবস্থা না নেওয়া হয় এবং ভাঙন আরও প্রসারিত হয়ে পুরো রাস্তা নদীতে বিলীন হয়ে যায়, তবে বন্যার পানি গ্রামে ঢুকে পড়বে। এতে অসংখ্য ঘরবাড়ি ও ফসলের জমি পানির নিচে তলিয়ে যাবে, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। মান্দা উপজেলার সচেতন মহল ও স্থানীয়রা বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মান্দা মিডিয়া সেন্টারের মাধ্যমে মান্দা উপজেলা নির্বাহী অফিসারের নিকট জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কারের পদক্ষেপ নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগে এই রাস্তা সংস্কার হলে তারা সম্ভাব্য ভয়াবহ দুর্যোগ ও ভোগান্তি থেকে রক্ষা পাবেন।
ঘটনাটি ঘটেছে আজ সোমবার (১১ আগস্ট ২০২৫) সকাল থেকে দুপুরের মধ্যে, যখন বন্যার পানির প্রবল চাপে রাস্তার মাটি ভেঙে পড়তে শুরু করে। বর্তমানে পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে।