মো : তারিকুল ইসলাম ( কুমিল্লা জেলা প্রতিনিধি )
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে হোমনায় উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর ও হোমনা যুব স্বেচ্ছাসেবী ফোরামের যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ বছরের প্রতিপাদ্য ছিল: “প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি”—এই প্রতিপাদ্যের প্রেক্ষাপটে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা প্রযুক্তির কল্যাণকর ব্যবহার, যুবশক্তির কাঙ্ক্ষিত উন্নয়ন এবং দুর্নীতি ও দুরাচার দূরীকরণে সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, প্রযুক্তি আজ শুধু উন্নয়নের হাতিয়ার নয়, বরং যুব সমাজকে ইতিবাচকভাবে গড়ে তোলার অন্যতম প্রধান মাধ্যম। সমাজের প্রতিটি স্তরে যুবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি তাদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার ওপর জোর দেন বক্তারা।
আয়োজনে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অফিস এবং হোমনা যুব স্বেচ্ছাসেবী ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার যুবক-যুবতী, সরকারি কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।