 
																
								
                                    
									
                                 
							
							 
                    
সাইফুল ইসলাম (রায়পুর উপজেলা প্রতিনিধি)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত পাঠক বৃন্দ, আমি একজন কওমি মাদ্রাসা আলেম, ছোট থেকেই পড়ালেখা মাদ্রাসাই করেছি, তখন থেকেই একটা আশা একটা প্রত্যাশা ছিল, মানুষ সাংবাদিকতা যে পেশা নিয়ে আছে অনেক কষ্টের, তেমন কোন ইনকামও নেই নির্দিষ্ট কোন বেতনও নেই, তারপরও দেখা যাচ্ছে সমাজে তারা সব সময় সত্যের পথে অবিচল সংবাদ প্রেরণ করে যাচ্ছেন, ঝড় বৃষ্টি যাই কিছু হোক না কেন, সব সময় তাদেরকে দেখা যায়, অনেক সময় দেখা যায় অন্যান্য পুলিশ প্রশাসন তারাও সময় মতো উপস্থিত হতে পারেনা, কিন্তু আমাদের সাংবাদিক ভাই বন্ধুরা তারা সব সময় পুলিশ ফায়ার সার্ভিস অন্যান্য আইনজীবীদের সামনে থাকতে হয়, একতো ঘটনাস্থলে কি হয়েছে না হয়েছে তার বর্ণনা দিতে হয়, দ্বিতীয়তঃ ওইখানে আইনের লোক এসে কি বলেছে না বলেছে তা উল্লেখ করতে হয় কিংবা কোন নেতা কি বলেছে তা উল্লেখ করতে হয়,, আর এইভাবেই প্রচার হয় সাংবাদিকদের সংবাদ, এই কষ্ট দেখে তাদের আমার মনের ভিতরেও একটা বাসা নির্মাণ করলাম সে বাসাটা ছিল সাংবাদিকদের বাসা, এ বাসা নিয়ে ধীরে ধীরে বড় হলাম এবং লেখাপড়া শেষ করলাম, কিন্তু যখন লেখাপড়া শেষ করলাম তখন দেখলাম, আমাদের চাকরি মসজিদ মাদ্রাসা ছাড়া অন্য কোন চাকরিতে প্রত্যেকটা এলাও নাই, হয়তো এই কাজটা আমার সাথে সাদৃশ্যপূর্ণ হয় না, কিংবা তারা আমাদেরকে নেয় না, কিন্তু একসময় এই আশাটা দিন দিন শেষের দিকে ইতি টানছে হঠাৎ করে মাদ্রাসা মসজিদের খেদমত নিয়ে নিলাম, দীর্ঘদিন যাবত ধরে মাঝেসা মসজিদের খেদমত করতেছি, হঠাৎ একদিন অ্যাড দেখতে পেলাম স্বাধীন সূর্যোদয়ের, এরপর আমি চিন্তাভাবনা করলাম যা হওয়ার হবে, আমি এপ্লাই করে দেখি আমার স্বপ্ন পূরণ হয় কিনা, যেমন বাবা তেমন কাজ, এপ্লাই করলাম এবং দীর্ঘ অনেকদিন প্রসেসিং  এর পর  স্বাধীন সূর্যোদয় আমাকে খুশির সংবাদ টা দিল, এ সংবাদটা পেয়ে, খুব খুশি হলাম এবং দীর্ঘ কিছুদিন স্বাধীন সূর্যোদয়ের সংবাদও প্রেরণ করলাম, তারপর এখন মনে হল যে স্বাধীন সূর্যোদয়  এর উসিলায় আমার স্বপ্ন পূরণ হল, তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, তাই আজকে কোন সংবাদ প্রচার না করে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং দোয়া করি আল্লাহ তায়ালা এই প্লাটফর্মকে, জাতির জন্য কল্যাণ বয়ে আনার, করছে আমিন,এবং শুকরিয়া আদায় করি সে রব্বে কাবার যে মালিক আমাকে এই কাজের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন, এবং আরো শুকরিয়া আদায় করি যার এতক্ষণ কষ্ট করে লেখাটা পড়েছেন আপনাদের, সর্বশেষ কথা হল আল্লাহ রাব্বুল আলামীন সকলের স্বপ্নই পূরণ করেন, শুধু ধৈর্যের অপেক্ষা।।।