নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় রকি কুমার (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় নজিপুর বাসস্ট্যান্ডের পূর্ণিমা কসমেটিক এর স্বত্বাধিকারী রকি কুমার মন্ডল (২৮) ১৭আগষ্ট প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে রাত ৯.০০ টার সময় বাড়ি ফেরার পথে নজিপুর মহাদেবপুর রোডের কাটাবাড়ি নামক স্থানে রাস্তার পাশে স্তুপ করে রাখা বালুতে মটর সাইকেল স্লিপ করে পাকা রাস্তায় ছিটকে পড়ে গিয়ে তার মাথায় প্রচন্ড আঘাত পায়। এবং
গুরুতর আহত হয়। তৎক্ষণাৎ স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে পত্নীতালা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসার তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অ্যাম্বুলেন্স যোগে রাজশাহী যাওয়ার পথে তার মৃত্যু হয়। সে পত্নীতলা উপজেলার উজিরপুর গ্রামের শ্রী রঞ্জিত কুমার মন্ডলের একমাত্র ছেলে ।
এই বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ শাহ এনায়েতুর রহমান বলেন সকল প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
য়েছে।