1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কক্সবাজারে সেনা অভিযানে পেটে ইয়াবা গিলে পাচারচেষ্টা ব্যর্থ, রোহিঙ্গা যুবক আটক

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

 

আর.জে রাফি কক্সবাজার উখিয়া প্রতিনিধি

 

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সেনা সদস্যরা তার পেট থেকে ২,৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

 

আটক রোহিঙ্গা যুবকের নাম মো. আব্দুল্লাহ (২০)। তিনি টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের এলএমএস-২৪ সি ব্লকের বাসিন্দা। সেনা বাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, ইয়াবাগুলো অভিনব কৌশলে পাচারের উদ্দেশ্যে তিনি পেটে গিলে লুকিয়ে রেখেছিলেন। ধারণা করা হচ্ছে, টেকনাফ থেকে কক্সবাজার শহরে ইয়াবার চালান পৌঁছে দেওয়ার জন্য তাকে ব্যবহার করা হচ্ছিল।

 

যৌথ বাহিনীর এক কর্মকর্তা জানান, মাদক চক্রগুলো এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে নতুন নতুন পদ্ধতি ব্যবহার করছে। ইয়াবা গিলে পাচারের এই কৌশল তারই একটি উদাহরণ। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে চক্রের পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

 

অভিযান শেষে আটক মো. আব্দুল্লাহকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদক পাচারচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে।

 

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রোহিঙ্গা ক্যাম্প ঘিরে দীর্ঘদিন ধরেই মাদক সিন্ডিকেটগুলো সক্রিয়। বিশেষ করে টেকনাফ থেকে কক্সবাজার হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পাচারের জন্য এই রুটটি ব্যবহার করা হয়। সেনা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট