মোঃহাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল)
জাতীয় দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার ৩০ বছর সফলভাবে অতিক্রম করে ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধনবাড়ী নওয়াব মঞ্জিলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ (১লা সেপ্টেম্বর২৫) সোমবার সকাল ১১ ঘটিকার সময় ধনবাড়িতে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার ধনবাড়ী উপজেলা প্রতিনিধি এস.এম আব্দুর রাজ্জাক, উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন,দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃসাইফুল ইসলাম,এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ধনবাড়ী নওয়াব মঞ্জিলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো:শরীফ আহমেদ, মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,আবুল হোসেন আকাশ,সহ-সভাপতি প্রিন্সি এডওয়ার্ড মাংসাং, ধনবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজন আহম্মেদ রাজু, মুভি বাংলা টেলিভিশনের ধনবাড়ী প্রতিনিধি পলাশ ইসলাম, মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক,রামচন্দ্র ঘোষ, আবুল হোসেন রানা, জাহিদ সরকার, জালাল উদ্দিন, রিপন,মোঃহাফিজুর রহমান,কে এম তৈয়েব আলী হীরা সহ আরো অনেকই।এ সময়
বক্তারা দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার দীর্ঘ ৩০ বছরের সাংবাদিকতা ও সত্য প্রকাশে সাহসী ভূমিকা নিয়ে আলোচনা করেন।এ পত্রিকা শুধু সংবাদ পরিবেশনেই নয়, বরং সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয় । বক্তারা আশাবাদ ব্যক্ত করেন,আগামী দিনগুলোতে ও মজলুমের কণ্ঠ সত্যনিষ্ঠা সাংবাদিকতা ও পাঠকের আস্থা ধরে রেখেছো সমাজের উন্নয়নের ভূমিকা পালন করবে। উপস্থিতি সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনার সভা সমাপ্তি ঘোষনা করেন।