1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

লক্ষ্মীপুরে সরকারী ভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ”

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার,মোঃ (আবদুল আজীম)


লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে গরু হাটার মুখে সরকারী খাসভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে চন্দ্রগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস থেকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

সরকারি প্রতিবেদনে উল্লেখ করা হয়, সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া মৌজার ৫১৫৯ নং দাগে (খাস খতিয়ানভুক্ত ভূমি) মোট ০.০২৩৭ একর জমি সরকারের মালিকানাধীন। অভিযোগ রয়েছে, আবুল কাশেম (সাং একাব্বরপুর, বেগমগঞ্জ), রনজিত দেবনাথ ও কার্তিক চন্দ্র দেবনাথ (সাং ভবভদ্রি, বেগমগঞ্জ) নামের কয়েকজন ব্যক্তি সরকারি ছুটির দিনে লোকজন নিয়ে ওই খাস জমিতে অবৈধভাবে দখল করে দোকানঘরসহ বহুতল ভবন নির্মাণ শুরু করেন।

ভূমি অফিসের সহকারী কর্মচারীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন। পরে রেকর্ডপত্র যাচাই করে দেখা যায়, উক্ত জমি সরকারী খাসভূমি হিসেবে রেকর্ডভুক্ত। তবে অভিযুক্তরা দাবি করছেন, জমিটি তাদের ব্যক্তিগত মালিকানার অন্তর্ভুক্ত।

চন্দ্রগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ারা বেগম প্রতিবেদনে উল্লেখ করেন, সরকারি খাসভূমি জবর দখলের এ ঘটনায় জরুরি ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। এ জন্য জমিটি পুনরায় চিহ্নিতকরণসহ তদন্তের জন্য সদর ভূমি কার্যালয়ের সার্ভেয়ারকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করা হয়েছে।

স্থানীয়রা জানান, নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেওয়া হলেও জবর দখলকারীরা তা অমান্য করে ভবন নির্মাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল দ্রুত সরকারি খাসভূমি রক্ষার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট