
মোঃ সাজেদুর রহমান স্টাফ রিপোর্টার (নওগাঁ নওগাঁ)
জেলার মহাদেবপুর উপজেলার হামিদপুর এলাকা থেকে কালো পাথরের (কষ্টিপাথর) মুল্যবান বিষ্ণুমূর্তি সহ ০৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-৫।
২ সেপ্টেম্বর র্যাব -৫, এর একটি অভিযানিক গোপন সমাজের ভিত্তিতে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার হামিদপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি গৌতম, আশিক, রুবেল এবং দেলোয়ারদের নিকট হতে কালো পাথরের (কষ্টিপাথর) মুল্যবান বিষ্ণুমূর্তি উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন ১। গৌতম চন্দ্র মন্ডল যে গৌতম চন্দ্র (৪৫), পিতা-মৃত অশ্বিনী কুমার মন্ডল অশ্বিনী কুমার, সাং-হামিদপুর ২। মোঃ আশিক ইসলাম (৩৯), পিতা-মোঃ হোসেন আলী, সাং-ভালাইন ৩। মোঃ রুবেল হোসেন (৩৪), পিতা-মৃত হামিদুর রহমান, সাং-ভালাইন ডাঙ্গাপাড়া ৪। মোঃ দেলোয়ার হোসেন (৩৩), পিতা-মোঃ আব্দুর রাজ্জাক, সাং-ভালাইন উত্তরগ্রাম, সর্বথানা- মহাদেবপুর, জেলা-নওগাঁ।
র্যাব জানান যে, কালো পাথরের (কষ্টিপাথর) মুল্যবান বিষ্ণুমূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে তাদের কাছে রেখেছিল। ধৃত আসামি গৌতম, আশিক, রুবেল এবং দেলোয়ার অবৈধভাবে কালো পাথরের (কষ্টিপাথর) মূল্যবান বিষ্ণুমূর্তি অবৈধভাবে সংগ্রহ করে পার্শ্ববর্তীদেশে (বিদেশে) পাচারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখে The Special Powers Act, ১৯৭৪ এ শাস্তিযোগ্য অপরাধ করেছে।
কালো পাথরের (কষ্টিপাথর) মুল্যবান বিষ্ণুমূর্তি পাচারকারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদেরকে মহাদেবপুর থানায় হস্তান্তর ও মামলা দায়ের করা হয়েছে।
মহাদেবপুর থানার অফিসার্স ইনচার্জ শাহীন রেজা বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।