চরফ্যাশন, চরমাদ্রাজ ইউনিয়নের ২ নংওয়ার্ডে আজ ভোর ৫টার দিকে প্রচন্ড শব্দে অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণ হয়।ঘটনাস্থলে শ্রমিক মোঃ আলামিন তার ভাই মোঃ ফিরুজ ও মিল মালিক মোঃ মনির মুন্সী গুরুতর আহত হয়ে চরফ্যাশন সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার শ্রমিক আলামিন কে মৃত্যু ঘোষনা করেন। অপর ভাই ফিরুজকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে রেফার করেন। এলাকাবাসি জানান, গতকাল মিলাদ দিয়ে অটো রাইস মিলটি উদ্ভোদন করেন, আজ ভোর বেলা প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে, তাদের মতে অতিরিক্ত তাপের কারণে বয়লার হাউজে বিস্ফোরণ ঘটতে পারে বলে মনে করেন। বিস্ফোরণের ভয়াবহতা এতোটা ছিল যে দুই হাজার ইটের হাউজটি সব কয়টি ইট ২০০ থেকে ৩০০ গজ দুরে ছরিয়ে ছিটিয়ে পরে।দুর্ঘটনার পর পর পুলিশ প্রশাসনের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন, এবং তদন্ত করে ব্যবস্তা নিবেন বলে আস্বস্ত করেন।