আসাদুজ্জামান,(কুড়িগ্রাম প্রতিনিধি)
৯ সেপ্টেম্বর/২৫ রাস্তা নিয়ে বিরোধের জেড়ে প্রতিবেশী হাতে খুন হওয়া স্বামীর বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। ৯ সেপ্টেম্বর ( মঙ্গলবার) কুড়িগ্রাম কলেজ মোড়ে, কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ভাতিজা রবিউল ইসলাম।
ভুক্তভোগী পরিবার বলেন, প্রতিবেশী বেলাল হোসেন এর পরিবারের সাথে রাস্তা নিয়ে বিবাদ চলছিলো অনেকদিন ধরে। তারা গত ২৩ আগষ্ট রাস্তা বন্ধ করার জন্য বেড়া দিতে চাইলে বাধা প্রদান করে মোসলেমউদ্দীন। এমন সময় বেলাল হোসেন, শেখ ফরিদ, আলমগীর হোসেন সহ ১০ জন মিলে দেশিয় অস্থ দিয়ে আঘাত করে মুসলেমউদ্দীনকে। তার আঘাত গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পুলিশ আসামিদের ধরার ব্যাপারে মোটেও সহোযোগিতায় করছেন না এমন দাবি ভুক্তভোগী পরিবারের।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আসাদুজ্জামান, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
০১৭১৮৬৮৫৪০৮