1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ কর্মচারীরা কাজে অনুপস্থিত ভোগান্তিতে এলাকাবাসী।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ মিলন সরকার (কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি )


গাজীপুরের কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ কর্মচারীরা কাজে যোগ না দেওয়ায় গ্রাহকরা চরম দুর্ভোগে পড়েছে। ২৪ সালের ৫ আগষ্টের পর থেকে পল্লীবিদুৎ কর্মচারীরা বিভিন্ন দাবি আদায়ে গণছুটির নামে কাজে অনুপস্থিত রয়েছেন। সারাদেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার (৭ সেপ্টেম্বর) সকালে তারা দপ্তরের বাইরে অবস্থান নেন। এর ফলে গ্রাহকরা মারাত্মক ভোগান্তির মুখে পড়েছেন। অনেক গ্রাহক নিয়মিত বিল পরিশোধ ও অন্যান্য সেবা নিতে দপ্তরে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। কর্মকর্তারা অফিসে না থাকায় দপ্তরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

পল্লী বিদ্যুৎ কর্মচারীরা যে সব দাবিগুলো তুলে ধরছে তার মধ্যে রয়েছে বিদ্যুৎ বিভাগের গঠিত ২টি করে কমিটির প্রতিবেদন প্রকাশ, চুক্তি ভিত্তিক মিটার রিডার, লাইন শ্রমিক ও বিলিং সহকারীদের নিয়মিতকরণ, অন্যায়ভাবে বরখাস্ত কর্মকর্তাদের পুনর্বহাল, জরুরি সেবায় নিয়োজিত লাইন-ক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ, দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। এই সব দাবি কর্মকর্তা তুলে ধরেছে।

জরুরি সেবা নিতে আসা এক গ্রাহক জানান,আমি জরুরি সেবা নিতে এসেছিলাম, কিন্তু অফিসে কেউ ছিল না। এক ঘণ্টা অপেক্ষা করেও কাউকে পাইনি। শেষ পর্যন্ত ফিরে যেতে হলো। আমার মতো আরও অনেকেই একই সমস্যার মুখোমুখি হচ্ছেন। আমরা দ্রুত এই দুর্ভোগ থেকে মুক্তি চাই।”

কালিয়াকৈর জোনাল অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৪টি জোনাল অফিসে মোট ২৬৪ কর্মচারীর মধ্যে ২০৬ জনই অনুপস্থিত। এর ফলে বিদ্যুৎ সংক্রান্ত কোনো কাজই ঠিকমতো হচ্ছে না। মৌচাক অফিসের ডিজিএম রফিকুল আজাদ বলেন, এখন আমার অফিসে মাত্র একজন লাইনম্যান কাজ করছেন। ভাড়া করে লোক এনে জরুরি কাজ চালাতে হচ্ছে।

কালিয়াকৈর অফিসের ডিজিএম সাহারুল ইসলাম বলেন, অনুরোধ ও নির্দেশনা দিয়েও কর্মচারীদের কাজে ফেরানো যাচ্ছে না। চন্দ্রা অফিসের ডিজিএম জসিম উদ্দিন জানান, কর্মচারীদের কাজে ফেরাতে চেষ্টা চলছে, কিন্তু তারা দাবির পক্ষে অবস্থান নিয়েছেন।

ঢাকা পল্লী বিদ্যুৎ-১ এর প্রধান কার্যালয় ও জ্বালানি মন্ত্রণালয় থেকে বারবার কাজে যোগদানের নির্দেশনা দেওয়া হলেও কর্মচারীরা তা মানছেন না। অফিসগুলো প্রায় ফাঁকা থাকায় গ্রাহকরা জরুরি সেবা পাচ্ছেন না। কেউ কেউ বাইরে থেকে শ্রমিক এনে সাময়িকভাবে সমস্যার সমাধান করছেন।

বিদ্যুৎ বিভ্রাট হলে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।বিদ্যুৎ নিয়ে নানা সমস্যা হলেও জরুরী কোন কাজ করা যাচ্ছেনা। অফিসগুলোতে কোন কর্মচারী নেই। সাধারন মানুষ বিদ্যুৎ গ্রাহকরা সেবা না পেয়ে চলে যাচ্ছে। কোন কোন অফিসে বাইরে লোক দিয়ে জরুরী সাময়িক সমস্যার সমাধানের চেষ্টা করছেন। দু একজন কর্মচারী কাজ করতে চাইলেও অন্যদের চাপে তাকে চলে যেতে হচ্ছে।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান জানান, পল্লী বিদ্যুৎ অফিস থেকে কর্মচারীদের ছুটির তালিকা থানায় জমা দেওয়া হয়েছে। তারা এখনও কাজে যোগ দেননি।

কালিয়াকৈর জোনাল অফিসের ডিজিএম সাহারুল ইসলাম বলেন, আমরা বিদ্যুৎ সচল রাখার চেষ্টা করতেছি।সবাইকে কাজে ফেরানোর জন্য ঊর্ধ্বতন কৃর্তপক্ষ চেষ্টা করতেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট